নিজস্ব প্রতিবেদকঃ
মাননীয় প্রধানমন্ত্রীর সর্বশেষ নির্দেশনা রয়েছে শ্রমঘন কোন ইন্ডাস্ট্রি বন্ধ হবেনা। শ্রমঘন ইন্ডাস্ট্রি চালু করা এবং আধুনিকায়ন করার জন্য তিনি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। গতকাল দুপুরে কুষ্টিয়ার রেণউইক যগেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড এর কারখানা পরিদর্শনকালে কুষ্টিয়া সুগার মিলস্ আধুনিকায়ন ও রক্ষা কমিটির নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত আলোচনা শেষে এসব কথা বলেন রাষ্ট্রায়াত্ত কর্পোরেশন এর অতিরিক্ত সচিব ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম আলম।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা অনুযায়ী আমাদের যত শ্রমিক আছে তাদেরকে কাজে লাগাতে হবে। আমাদের লেটেস্ট টেকনোলজিও যুক্ত হবে, ডিজিটাল ভার্সনও আসবে, এআই টেকনোলজিও আসবে। আমাদের দেশের জনগণ সেখানে কাজ করবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি। অচিরেই আমরা কুষ্টিয়া সুগার মিল সহ ২/৩ টি মিল জয়েন্ট ভেঞ্চারের মধ্যে নিয়ে আসবো। ধাপে ধাপে স্থগিত হওয়া ৬টি সুগার মিল চালু করা হবে। আমরা গত ২ বছর যাবৎ এগুলো নিয়ে কাজ করে চলেছি। এখন আমরা একটা ফর্মুলার মধ্যে আসছি। আমার ভিজিট অনেকটা তারই অংশ। এছাড়া প্রতিটি মিলেই মেইনটেনেন্সের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে। স্থগিত হওয়া মিলগুলোর সম্পদ সম্পত্তি কোথাও দখল হয়ে থাকলে সেগুলো দখলমুক্ত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শ্রমঘন কোন ইন্ডাস্ট্রি কোন ভাবেই বন্ধ হবেনা। নতুন উদ্যোগে, নতুন প্রযুক্তিতে এগুলো চালু করা হবে। তবে মডার্ন ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে যেতে হলে আমাদের মাঝে মাঝে জয়েন্ট ভেঞ্চারে যেতে হচ্ছে। চিনি শিল্পের সাথে জড়িত সকল শিল্প কারখানাকে ডিজিটালাইজেশনের আওতায় আনার পাশাপাশি জনবল সংকট দূরীকরণে খুব শীঘ্রই দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।
এসময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অতিরিক্ত সচিব চৌধুরী রুহুল আমিন কায়সার, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল, কুষ্টিয়া সুগার মিলস লিমিটেডের ভারপ্রাপ্ত এমডি হাবিবুর রহমান, কুষ্টিয়া রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের এমডি প্রকৌশলী মাহামুদুল হক, কুষ্টিয়া সুগার মিলস আধুনিকায়ন ও রক্ষা কমিটির সাধারণ সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, যুগ্ন সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, কুষ্টিয়া রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেডের এডিএম রকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম আলম দর্শনা সুগার মিলস, মোবারকগঞ্জ সুগার মিলস ও কুষ্টিয়া সুগার মিলস পরিদর্শন করেন।