Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া ২(মিরপুর-ভেড়ামারা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন।
    আজ (২৮ নভেঊ২০২৩) তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের নিকট তার পদত্যাগপত্র জমা দেন।
    কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। তিনি সাবেক তথ্য মন্ত্রি ছিলেন। এবারো তিনি নৌকা প্রতীক নিয়ে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) থেকে নির্বাচন করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। তবে এই আসনে দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ জাসদের দ্বন্দ্ব চলে আসছে। ইতিপূর্বে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি নিজেদের ২০ পয়সা হিসেবে বক্তব্য দিয়ে বলেন যে ২০ পয়সা ছাড়া ১শ পয়সা হয়না। এই আসনে আওয়ামীলীগ জাসদের দ্বন্দ্ব এক স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হন।
    জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থী হিসেবে নৌকা মার্কা নিয়ে কুষ্টিয়া-২ আসন (ভেড়ামারা-মিরপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৩ সেপ্টেম্বর ২০১২ সাল থেকে ৭ জানুয়ারি ২০১৯ সাল পর্যন্ত তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জাতিসংঘের অঙ্গসংস্থা ইন্টারনেট প্রশাসন ফোরামের সংগঠন বাংলাদেশ ইন্টারনেট প্রশাসন ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সংসদীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
    এবার এই আসন থেকে নৌকা প্রতীক না পেলে সতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন মিরপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন। আজ (২৮ নভেম্বর ২০২৩) তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান।
    তিনি বলেন, আমি আজ ঢাকা থেকে এসেই জেলা প্রশাসকের নিকট আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। এমপি নির্বাচন করার জন্যই আমি উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।

    Spread the love