Pathikrit Most Popular Online NewsPaper

    বিক্ষোভ করছে ইরি’র শিক্ষার্থীরা

    আশরাফুল আলম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি):

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে— এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ফরেনসিক প্রতিবেদনে। রোববার (৩ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কাছে প্রতিবেদনটি হস্তান্তর করে পুলিশ।ফরেনসিক প্রতিবেদনে বলা হয়েছে, “সাজিদের শরীরে পানিতে ডুবে মৃত্যুর কোনো আলামত নেই। তাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ পানিতে ফেলা হয়।” প্রতিবেদনে আরও বলা হয়, ময়নাতদন্তের সময় থেকে প্রায় ৩০ ঘণ্টা আগে সাজিদের মৃত্যু ঘটে।

    প্রতিবেদন প্রকাশের পরই উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাত সাড়ে ৭টার দিকে জিয়ামোড় থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

    মিছিলে শিক্ষার্থীদের মুখে মুখে ধ্বনিত হয় প্রতিবাদী স্লোগান—“খুন হয়েছে আমার ভাই, খুনিদের ক্ষমা নাই”,“তুমি কে, আমি কে? সাজিদ, সাজিদ”,“সাজিদের রক্ত বৃথা যেতে দেবো না”,“খুনিদের ফাঁসি চাই”,“আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে।”

    বিক্ষোভকারীরা বলেন, “ফরেনসিক রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ আছে— সাজিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি— ফাঁসি দাবি করছি। যাতে আর কোনো শিক্ষার্থী এভাবে নির্মম হত্যার শিকার না হয়।”

    উল্লেখ্য, গত ১৭ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন একটি পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় পুরো ক্যাম্পাসে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

    Spread the love