Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদ থেকে অবৈধভাবে বালু ও মাটি তোলায় ভ্রাম্যমাণ আদালতে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া ও সাঁওতা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত। এ সময় কুমারখালী থানা–পুলিশ উপস্থিত ছিলেন। 

    ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চাপড়া ইউনিয়নের চর চাপড়া গ্রামের আমজাদ শেখকে পাঁচ দিন, চর বহলা গ্রামের ছবিদ শেখকে তিন দিন, সাঁওতা গ্রামের রাকিবুল ইসলামকে সাত দিন ও সাঁওতা গ্রামের মো. ছাহিদুলকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

    এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই নদ সংলগ্ন চর চাপড়া ও সাওতা এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে বালু ও মাটি তোলার অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। 

    তিনি জানান, অবৈধ বালু-মাটি উত্তোলনের বিষয়ে প্রশাসন ও উপজেলা ভূমি অফিস জিরো টলারেন্স নীতিতে অটল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

    Spread the love