Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে স্পর্ধিত তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে সব সীমাবদ্ধতা জয় করার প্রত্যয় ব্যক্ত করে কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ঘোষণার ৩০ তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

    দৈনিক ঘোষণার ৩০ বছর পদর্পণ উপলক্ষ্যে ২০ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টায়  ঐতিহ্যবাহী কুষ্টিয়া প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি ও জাগো নিউজের জেলা প্রতিনিধি আল-মামুন সাগর,  সাধারন সম্পাদক দৈনিক যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি ও
    দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু মনি জুবায়েদ রিপন, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, দৈনিক আন্দোলনের বাজারের সম্পাদক, চ্যানেল আই এর কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফার রহমান কুমার, সিনিয়র যুগ্ন সম্পাদক দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সহ  সভাপতি  দৈনিক সময়ের কাগজ পত্রিকার সম্পাদক নুরুন্নবী বাবু,যুগ্ম সম্পাদক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক আজকের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক দেবাশীষ দত্ত, দৈনিক মাটির পৃথিবী পত্রিকার সম্পাদক জিহাদ হোসেন, বাংলাদেশ বেতার কুষ্টিয়া প্রতিনিধি দেলোয়ার মানিক, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান শিপলু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার এস এম রাশেদ, বাংলা টিভির কুষ্টিয়া প্রতিনিধি লিটনউজ্জামান, দৈনিক সূত্রপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড: মোকাদ্দেস হোসেন সেলিম,সাপ্তাহিক কুষ্টিয়ার দিগন্ত পত্রিকার সম্পাদক খালিদ হাসান সিপাই,কুষ্টিয়া প্রেসক্লাবের ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক দৈনিক দিনের শেষে পত্রিকার নিজাম উদ্দিন, দৈনিক শিকল পত্রিকার সম্পাদক মাহাফুজ উর রহমান দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, মামুনুর রশীদ রতন, সেলিম মাহমুদ,  মাসুম রেজা সহ বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, দৈনিক ঘোষণা ঝুঁকি নিয়ে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারে কখনো পিছিয়ে থাকেনি। গর্ব করে বলার মত একটি পত্রিকার নাম দৈনিক ঘোষণা।  যে পত্রিকার সম্পাদক ও সাংবাদিকদের অসততার কোন রেকর্ড নাই। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দৈনিক ঘোষণার এগিয়ে যাওয়া অব্যাহত থাকুক এবং পত্রিকাটির উত্তর উত্তর আরো উন্নতি ও সাফল্য কামনা করেন বক্তারা।

    আলোচনা শেষে দোয়া, কেক কাটা ও মিষ্টি বিতরনের মাধ্যমে দৈনিক ঘোষণার ৩০ তম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন, দৈনিক ঘোষণার কুষ্টিয়া প্রতিনিধি নাব্বির আল নাফিজ।

    Spread the love