নিজস্ব প্রতিবেদকঃ
পূর্ব সতর্কতা ছাড়া ডম্বুর বাঁধ খুলে দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা সৃষ্টি ও ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শুক্রবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ৩ টার সময় কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি কলেজ মোড়, থানা মোড় অতিক্রম করে মজমপুর ট্রাফিকমোড়ে এসে প্রতিবাদ সমাবেশ করে।
এসময় ছাত্র জনতা “ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ” বয়কট বয়কট, ইন্ডিয়া বয়কট ” স্লোগান দিতে থাকে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র-জনতা বলেন, চলমান বাংলাদেশের বন্যায় দায় ভারতকে নিতে হবে। ভারত পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশে সুযোগ বুঝে ফারক্কার বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের প্রায় ৮ টি জেলা পানিতে তলিয়ে দেয়। এতে প্রায় ৩০ লক্ষ মানুষ বন্যায় প্লাবিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামীম উল হাসান অপু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার সমন্বয়ক তোকির আহম্মেদ, সমন্বয়ক মোস্তাফিজুর রহমান, সুজন মাহমুদ, সায়েদ ইসলাম শ্রেষ্ঠ, রাফিউল আলম রোজ, তুহিন, ফরিদুল ইসলাম, রবিন, আলমাজ হাসান মামুন, সাজেদুর রহমান বিপুল, সাবেক ইবি ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল জলিল সহ ছাত্র-ছাত্রী ও সাধারন জনগন।