Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলমঃ

    এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার, কুষ্টিয়ার স্থানীয় দৈনিক সত্যখবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাসিবুল রহমান রিজুর ওপর নৃশংস সন্ত্রাসী হামলা ও তার ব্যক্তিগত মোটরসাইকেল ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইবি থানা প্রেসক্লাব। 

    সোমবার (২৩ জুন) ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইবি থানা প্রেস ক্লাবের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

    এসময় থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুন্নবী বাবু, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সত্যখবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, প্রকৌশলী মাহমুদ আল হাফিজ অভি, নেক্সাস টেলিভিশন ও এক টাকার খবরের কুষ্টিয়া প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশসহ প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসনের কাছে জোর দাবি, সাংবাদিক হাসিবুর রহমান রিজুর ওপর এমন বর্বোরচিত সন্ত্রাসী হামলায় যারা জড়িত দ্রুত তাদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।

    এদিকে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাজিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক রানা আহমেদ, প্রচার সম্পাদক মাসুম শাহরিয়ার, সদস্য রাসেল হোসেন সহ অন্যান্যরা।

    কুষ্টিয়ার হাটশ-হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার স্থানীয় এক প্রভাবশালী শিপন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে। এ ঘটনায় সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে শিপন তার দলবল নিয়ে ভুক্তভোগী সাংবাদিকের ওপর হামলা ও মোটরসাইকেল ভাংচুর করে। গত বুধবার (১৯ জুন ২০২৪) জেলার হরিপুর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পর ভুক্তভোগীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। এখন তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা বর্তমানে আশংকাজনক বলে জানা যায়৷ 

    এ ঘটনায় বৃহস্পতিবার (২০জুন) ভুক্তভোগী সাংবাদিকের স্ত্রী টপি বিশ্বাস বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় ১৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামায় ২৫ থেকে ৩০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত বাবর আলী নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    Spread the love