Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া অফিসঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে কুষ্টিয়ার ৪ টি আসনে সতন্ত্র প্রার্থী সাবেক এমপি আব্দুর রউফ সহ ১৭ জনের মনোনয়ন পত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা।

    সোমবার (৪ ডিসেম্বর ২০২৩) জেলা প্রশাসকের কার্যালয়ে ঘন্টাব্যাপী চলে মনোনয়ন যাচাই বাছাইয়ের সভা।

    রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানা যায়, কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ, জাতী পার্টিসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ১৭ টি মনোনয়ন বাতিল করা হয়েছে।

    বাতিলকৃতরা হলেন, কুষ্টিয়া ১ আসনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আল মামুন, সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের পুত্র নাজমুল হুদা, ফজলুল হক ও ফারুক হোসেনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

    কুষ্টিয়া ২ আসনে বাদ পড়েছে শাহেদুজ্জামান, আনোয়ার হোসেন, শরিফুজ্জামান, ইফতেখার মাহমুদ, আরিফুর রহমান, সৈয়দ কামরুল আরিফিন।

    কুষ্টিয়া ৩ আসনে এ জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহমেদ খান, মেহেদী হাসান রিজভী, রাকিবুজ্জামান, মোস্তফা কামালের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

    কুষ্টিয়া ৪ আসনে মনোনয়ন পত্র বাতিল হয়েছে সাবেক এমপি আব্দুর রউফ, খাইরুল ইসলাম ও ফারুক হোসেনের মনোনয়ন বাতিল হয়।

    জানা গেছে, ঋন খেলাপী, আয়কর রিটান দাখিল, লাভজনক চাকরীসহ স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ সমর্থকের তথ্য সঠিক না থাকায় প্রার্থীতা বাতিল করা হয়।

    Spread the love