Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া অফিসঃ 

    কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বাহির বোয়ালদহ মধ্যপাড়া এলাকার মাঠ থেকে আলতাফ প্রামানিক(৬৫) নামের এক বৃদ্ধ’র মরদেহ উদ্ধার করেছে কুষ্টিয়া সদর থানা পুলিশ। 

    রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৮ টায় বোয়ালদহ মধ্যপাড়া এলাকার ইব্রাহিম খলিল তার নিজ জমিতে গেলে তার লাশ দেখতে পায়, পরে এলাকাবসীকে খবর দিলে পরে পুলিশ এসে উদ্ধার করে। 

    নিহত আলতাফ প্রামানিক কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বাহির বোয়ালদহ এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া মজমপুর এলাকায় নাইট গার্ডের চাকরি করতেন।

    নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বোয়ালদহ মবের মোড় এলাকার দুলালের স্ত্রীর সাবানর পাওনা টাকা লেনদেন বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে ২৫ ডিসেম্বর মঙ্গলবার সাবানা কুষ্টিয়া সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগের বিষয়টি আলতাফ জানতে পেরে রাগে ক্ষোভে তার বোনের বাড়িতে চলে যান। পরবর্তীতে গতকাল তার জামাই বাড়ি থেকে হরিপুরের উদেশ্যে আসে। রবিবার সকালে তার লাশ মাঠের মধ্যে পাওয়া যায়।

    নিহতের মেজ জামাই জিল্লুর রহমান বলেন, “টাকা লেনদেনের বিষয়ের গত মঙ্গলবার সাবানার সাথে একটু ঝামেলা হয়েছিল পরে তারা থানায় জিডি করে। আমার শ্বশুর সেইদিনই রাগ করে বাড়ি থেকে চলে যায়। আজ সকালে শুনতে পায় আমার শ্বশুরের লাশ মাঠের মধ্যে পড়ে আছে”।

    হাবিব বলেন, “বাসা থেকে রাগারাগি করে আসার একদিন পর তার বোনের বাসায় কয়দিন ছিল। কাল সন্ধ্যায় আমার বাসা থেকে চলে যায় তার নাইট ডিউটির কথা বলে”।

    এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, সকালে সদর উপজেলার হাটশ হরিপুর বোয়ালদহ থেকে এক বৃদ্ধ’র লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

    Spread the love