
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) রেজিঃ নং খুলনা–২০৬৯ এর নবগঠিত কার্যনির্বাহী কমিটি আনন্দঘন পরিবেশে দায়িত্ব গ্রহণ করেছে। রবিবার (তারিখ) সকালে ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুরাতন কমিটির কাছ থেকে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন অতীতেও ফ্যাসিস্ট সরকারের জুলুম, পীড়ন ও নির্যাতনের মুখে দৃঢ় অবস্থান নিয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষায় সংগঠনটি দীর্ঘদিন আন্দোলন–সংগ্রাম করেছে। ভবিষ্যতেও সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়ে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখব।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু বলেন, “কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী সংগঠন। সাংবাদিকদের দাবি আদায় ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতে সংগঠনটিকে আরও শক্তিশালী করে তুলতে আমরা কাজ করব। ইতোমধ্যে সংগঠনের কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।” তিনি সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মজিবুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জিহাদ, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক এস এম মাহফুজ উর রহমান, প্রচার সম্পাদক শাহারিয়া ইমন রুবেল এবং নির্বাহী সদস্য খন্দকার তুহিন আহম্মেদ।
বক্তারা কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, “কেইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর একটি অঙ্গসংগঠন। আমরা শুধু কুষ্টিয়া নয়, দেশের প্রতিটি সাংবাদিকের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। সাংবাদিকদের কণ্ঠরোধের সকল অপচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাব।”
অনুষ্ঠান শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ কুষ্টিয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিককে ধন্যবাদ জানান।