Pathikrit Most Popular Online NewsPaper

    মঙ্গলবার (২৮ নভেম্বর ২০২৩) আনুমানিক রাত ৮ টার দিকে কুষ্টিয়া বড় বাজার (লোহাপট্টি) এলাকায় ধান ভাঙানো মেশিনের যন্ত্রাংশ কেনাকাটা করার পর থেকে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার চাঁদপুর ফুলহরি এলাকার আইয়ুব আলীর ছেলে আল মামুন(৩০) কে পাওয়া যাচ্ছে না। তার ব্যবহিত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। আল মামুনের পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পেরে তার বাবা আইয়ুব আলী কুষ্টিয়া মডেল থানায় একটি জিডি করেন। কুষ্টিয়া মডেল থানার জিডি নং-১৯১৯, তারিখ ২৯ নভেম্বর ২০২৩ইং।

    এবিষয়ে নিখোঁজ আল মামুনের স্ত্রীর ভাই আজিজুল জানান, আল মামুনের ধান ভাঙানো মিল রয়েছে। সে কুষ্টিয়া বড় বাজারে মিলের জন্য কিছু যন্ত্রাংশ ক্রয় করতে এসেছিল। বড় বাজার পরশ পলক ম্যাশিনারিজ থেকে মিলের যন্ত্রাংশ ক্রয় শেষে সেখান থেকে রাত আনুমানিক ৮টার সময় বাড়িতে ফোন দিয়ে বলেন, আমার যন্ত্রাংশ কেনাকাটা করা হয়ে গেছে এখন মেয়ের জন্য কিছু কেনাকাটা করে বাড়ি চলে আসবো। এরপর থেকে তার ফোন বন্ধ। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমরা কুষ্টিয়া মডেল থানায় একটি জিডি করেছি। এখন বড় বাজারে এসে কয়েকটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখছি। তিনি আরো বলেন, সে আনুমানিক ১৫ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে এসেছিল এছাড়াও তার কাছে একটি বাটন ফোন ও একটি এন্ড্রয়েড ফোন ছিল।

    যদি কেউ আল মামুনের সন্ধান পেয়ে থাকেন তবে ০১৭১৮৪১৯৯৬৫ নাম্বার যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।

    Spread the love