নিজস্ব প্রতিবেদকঃ
নৌকা প্রতীকের ভোট না চাইলে বাড়ির সামনে পুকুর কেটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই বক্তি হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাজানগর আদর্শপাড়া এলাকার মৃত সালাম মোল্লার ছেলে সজীব মোল্লা (৩৫)। তিনি একই এলাকার তোফাজ্জেল হোসেনের ছেলে মুদি দোকানী সিললু ফকিরকে বটতৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে মিন্টু ফকিরের উপস্থিতিতে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর আদর্শপাড়ার সিললু ফকিরের দোকানে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে মিন্টু ফকির ও সজীব মোল্লা লোকজন সহ নৌকা প্রতীকের পোস্টার নিয়ে ভোট চাইতে সিললু ফকিরের দোকানে আসে। এসময় দোকানে উপস্থিত ২০/২৫ মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট চান তাঁরা। এরপর সিললু ফকিরকে বেশকিছু পোস্টার দিয়ে মিন্টু ফকির অন্যান্যদের কাছে নৌকা প্রতীকে ভোট চাইতে বলেন। তখন সিললু ফকির নৌকা প্রতীকে ভোট চাইতে অসম্মতি জানালে তাকে বাড়ির সামনে পুকুর কেটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত করার হুমকি প্রদান করেন সজীব মোল্লা। এসময় উপস্থিত চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে মিন্টু ফকির কোনো প্রতিবাদ না জানিয়ে মৌন সমর্থন দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এবিষয়ে সজীব মোল্লা প্রতিবেদককে মুঠোফোনে জানান, হুমকি দেওয়ার মতো কোন ঘটনা ঘটেনি। সেখানে বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকির উপস্থিত ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি এমনটি করেছেন। রাজনৈতিক রঙচঙ পাকিয়ে তিনি যে কথাগুলো বলেছেন তা আসলেই দুঃখজনক।
হুমকি দেওয়ার বিষয়ে বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে মিন্টু ফকির মুঠোফোনে বলেন, “আমরা ভোট চাইতে বললাম। সিললু ফকির বললো যে ভোট চাইতে পারবো না ভাই পেটের ধান্দায় আছি। আমি বললাম যে ধান্দায় আছো সেখান থেকেই একটু একটু চাও। তখন বললো দেখবোনি। ওই সময় সজীব মোল্লা সিললু ফকিরকে বললো, এই যে তোমার সামনে পুকুর থেকে রাস্তা কে করে দিয়েছে? হানিফ সাহেবই তো করে দিয়েছে। তাহলে তোমার বাড়ির সামনে আবার পুকুর দরকার না-কি? এসব কথা উদাহরণ স্বরূপ বলেছে। সেখানে কোনো উত্তেজিত কথা হয়নি। “