Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নৌকার প্রার্থী আব্দুল হাই ও তার দুই সমর্থকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে। আদালতে হাজিরা না দেওয়ায় তাদের বিরুদ্ধে এ গ্রেফতার পরোয়ানা জারি করেন আদালত। 

    বুধবার (৩ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস এ আদেশ দেন।

    গ্রেফতারী পরোয়ানা জারি হওয়া অপর দুইজন হলেন, আব্দুল হাইয়ের সমর্থক শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ও সারুটিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন।

    আদালত সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা তায়জুল ইসলাম বাদী হয়ে  পৃথক দুটি অভিযোগ দায়ের করেন। যার মামলা নং-৬৫০ ও ৬৫১।

    গত ২৬ ডিসেম্বর আদালতে মামলা দু’টির সমন জারি করে এবং বুধবার (০৩ জানুয়ারী)স্ব-শরীরে শুনানিতে তাদেরকে হাজির হতে বলা হয়। এদিন বিকেল ৫টা পর্যন্ত আদালতে আসামিরা হাজির না হওয়ায় এ আদেশ প্রদান করে আদালত।

    Spread the love