Pathikrit Most Popular Online NewsPaper

    টোলপ্লাজার সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া ছবি

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়া শহরের দাদাপুর সড়কের পুলিশ লাইনের পাশ থেকে পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে।

    গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে পিকআপ ভ্যানটি চুরির ঘটনা ঘটে। 

    পিকআপ ভ্যান মালিক কুষ্টিয়া পশ্চিম মজমপুর এলাকার গোলজার হোসেনের ছেলে মাসুদুল হাসান।

    এবিষয়ে পিকআপ ভ্যান মালিক মাসুদুল হাসানের ছেলে তারিক মাসুদ কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

    ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বেলা অনুমান ২ টার সময় ড্রাইভার নীল-হলুদ রংয়ের JAC পিকআপ, যাহার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ন-১৩-৯৬৬১, ইঞ্জিন নং-LJIIKAAB4J8514999, চেসিস নং-HFC4DA1J4016509, মডেল-২০১৮, রেজিঃ নং-২০১৮ পিকআপ ভ্যান কুষ্টিয়া দাদাপুর সড়কের (পশ্চিম মজমপুর)  এম, আর, এস তেল পাম্পের পশ্চিম পাশে রেখে যায়। পরে রাত ১২টা ১৭ মিনিটে এসে দেখি গাড়িটি নেই।

    পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি পিকআপ ভ্যানে দুই জন চোর এসে গাড়িতে উঠে গাড়ি নিয়ে পালিয়ে যায়। গাড়ির জিপিএস ট্র্যাকিং কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর থেকে কাজ করা বন্ধ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। কুষ্টিয়া সৈয়দ মাসুদ রুমী সেতুর টোল প্লাজার ক্যামেরায় একজনের চেহারা দেখা যাচ্ছে।

    তারিক মাসুদ জানান, গাড়িতে চারদিন আগে জিপিএস ট্র্যাকিং ডিভাইস লাগানো হয়েছে। গাড়ি চালক কুষ্টিয়া মডেল থানাধীন পিয়ারপুর এলাকার মৃত কুদ্দুসের ছেলে ফিরোজ এর নিকট একটি চাবি থাকতো। আর একটা চাবি আমার কাছে ছিল। ক্যামেরায় দেখা যাচ্ছে চাবি দিয়ে গাড়ি চালু করা হয়েছে। আর জিপিএস ট্র্যাকিং কোথায় ছিল একমাত্র আমি আর ডিভাইস যে লাগিয়েছিল সে ছাড়া কেউ জানে না।

    এদিকে পুলিশ লাইনের পাশ থেকে গাড়ি চুরির ঘটনার আগেও কয়েকবার পুনাক মার্কেটে ও পুলিশ লাইনের সামনে দোকান থেকে চুরির ঘটনা ঘটে।

    এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাহাফুজুল হক চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি। গাড়ি উদ্ধারের জন্য আমরা কাজ করছি।

    Spread the love