Pathikrit Most Popular Online NewsPaper

    আশরাফুল আলম, কুষ্টিয়া, ১৭ জুলাই:

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা ২০ মিনিটে পুকুরের পানিতে লাশ ভেসে উঠলে বিষয়টি প্রকাশ্যে আসে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শিক্ষার্থীর নাম সাজিদ আব্দুল্লাহ। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। পাশাপাশি তিনি শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শাহেদ বলেন,“লাশটি দেখে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে যে, এটি কয়েক ঘণ্টা পানির নিচে ছিল। সে জীবিত নেই বলেই আমরা মনে করছি। তবে নিশ্চিত হওয়ার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

    এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান,“বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হলেও সেখানকার চিকিৎসকেরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে না পারায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চূড়ান্ত ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

    এই ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।

    Spread the love