Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া অফিসঃ

    কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৬ টি ইটভাটার ১৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৪) দিনব্যাপী অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

    পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)আনই ২০১৩ (সংশোধনী-২০১৯) এর ৬ ধারায় ভেড়ামারা উপজেলার হাওখালী “আই এ আর ব্রিকস” এর স্বত্বাধিকারী ইমরান হোসেন (৪০) কে ৩ লক্ষ টাকা, “এইচ এ বি ব্রিকস” এর ম্যানেজার এমদাদুল হক (৬০) কে ৩ লক্ষ টাকা, “সাইফুল ব্রিকস” এর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম (৪১) কে ৩ লক্ষ টাকা, “এম এম বি (২) ব্রিকস” এর স্বত্বাধিকারী শাহাবুল আলম (৩৯) কে ৩ লক্ষ টাকা, “এম এ বি ব্রিকস” এর স্বত্বাধিকারী মাহবুবুর রহমান (৪১) কে ২ লক্ষ টাকা ও “এফ এস বি ব্রিকস” এর স্বত্বাধিকারী মাহাজুল ইসলাম (৩৫) কে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

    কুষ্টিয়া জেলা প্রশাসক এর কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট হাবিবুল বাসর ও সহকারী বায়োকেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস (প্রসিকিউটর) এর উপস্থিতিতে কুষ্টিয়া জেলা পুলিশ বিভাগ ও ফায়ার সার্ভিস, ভেড়ামারা এর সহযোগিতায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী-২০১৯) লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বর্ণিত আইন লঙ্ঘনের দায়ে ৬ টি মামলা দায়েরপূর্বক ১৬ লক্ষ টাকা জরিমানা আদায় করে।

    Spread the love