Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলামের ৭৫ তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সরকারি কলেজের সাবেক ভিপি এবং কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শামিম উল হাসান অপু।

    শনিবার রাত ৮টায় ভেড়ামারায় অধ্যাপক শহিদুল ইসলামের নিজ বাসভবনে গিয়ে অ্যাড. শামিম উল হাসান অপু এ শুভেচ্ছা জানান। এ সময় তিনি অধ্যাপক শহিদুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক প্রজ্ঞার আরও বিকাশ কামনা করেন।

    শুভেচ্ছা বিনিময়ের সময় অধ্যাপক শহিদুল ইসলাম বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে দলীয় নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

    উল্লেখ্য, অধ্যাপক শহিদুল ইসলাম দীর্ঘ রাজনৈতিক জীবনে কুষ্টিয়া-২ আসনের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। মুক্তিযুদ্ধে তার অবদান এবং সংসদ সদস্য হিসেবে এলাকার উন্নয়নে তার ভূমিকা আজও স্মরণীয় হয়ে আছে।

    Spread the love