Pathikrit Most Popular Online NewsPaper

    আজাদ সানিঃ

    কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা বাজারে অসুস্থ গরু জবাই ও মাংস বিক্রির দায়ে ৩ কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
    বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে হালসা বাজারে মাংস বিক্রেতা নুরুজ্জামানের দোকানে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম ৷
    তিনি জানান, হালসা বাজারে মরা গরু জবাই করে মাংস বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়৷ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ডা. এসএম মাহমুদউল হকের মাধ্যমে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় জানা যায় জবাইকৃত গরুটি মৃত ছিলোনা৷ তবে গরুটি খুবই অসুস্থ্য ছিলো! এই অসুস্থ্য গরুটি নুরুজ্জামান কসাই এবং তার পার্টনার আশরাফুল কসাই ও হাসিবুল কশাই ভোর রাতে বাজারের বাইরে থেকে জবাই করে বাজারে এনে সেই মাংস বিক্রির অপরাধে ২০১১, ২৩(১) ও ২৪(১) এর ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ৷
    উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম আরও বলেন, পরিস্থিতি ও স্বীকারোক্তি বিবেচনায় নুরুজ্জামান কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। প্রথমবার তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। পরবর্তিতে বাজারে কোন ব্যবসায়ী এমন কাজ করলে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে এবং মাঝে মাঝে অভিযান অব্যহত থাকবে৷

    Spread the love