Pathikrit Most Popular Online NewsPaper

    অবৈধ ট্রলি আটকে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা

    নিজস্ব প্রতিনিধিঃ

    কুষ্টিয়ার ফুলতলা আজ অবৈধ ট্রলির ধাক্কায় স্কুল ছাত্রী নিহতের ঘটনায় কঠোর আন্দোলনের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি শাহারিয়া ইমন রুবেল।

    অবৈধ ট্রলি, তিন চাকার নছিমন, করিমন, সিএনজি ও বালুভর্তি ড্রাম ট্রাকের বেপরোয়া গতিতে একেরপর এক দুর্ঘটনার শিকার হচ্ছে কুষ্টিয়ার পথচারীরা। অথচ এই বেপরোয়া গতির ড্রাম ট্রাক আর অবৈধ যানবাহন থেকেই বিভিন্ন সময়ে বড়ো ধরনের মাসোহারা পাওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রশাসনের বিরুদ্ধে। আর ঠিক এই কারণেই এই সকল অবৈধ যানবাহন ও বেপরোয়া গতির ড্রাম ট্রাকের লাগাম টেনে ধরা সম্ভব হয়নি। যার ফলশ্রুতিতে একেরপর এক দুর্ঘটনার শিকার হচ্ছে কুষ্টিয়ার পথচারীরা। তাই এর লাগাম টেনে ধরতে এবার পথে নামছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, কুষ্টিয়া জেলা শাখা। সংগঠনের সভাপতি শাহারিয়া ইমন রুবেল তার নিজ ফেসবুক আইডিতে অবৈধ ট্রলির ধাক্কায় প্রতীতি বিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনার ভিডিও সহ একটি বিবৃতি দিয়েছেন।

    এছাড়াও তিনি উল্লেখ করেন, আজকের মধ্যেই অবৈধ ট্রলি ও বালুভর্তি ট্রাক দিনের বেলায় (অর্থাৎ সূর্যের আলো ফোটার পর থেকে রাত ৯ টা পর্যন্ত) সড়কে চলাচল বন্ধের ঘোষণা না আসলে ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার সকাল ১১ টার সময় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

    উক্ত মানববন্ধন কর্মসূচি সফল করতে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তিনি।

    Spread the love