Pathikrit Most Popular Online NewsPaper

    কুমারখালী প্রতিনিধিঃ

    কুষ্টিয়া কুমারখালী উপজেলার এক আমবাগান থেকে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া আমবাগান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত ঐ যুবকের নাম হযরত শেখ (৩২)। তিনি যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকার হান্নান শেখ’র ছেলে।

    নিহতের বাবা হান্নান শেখ জানান, তার ছেলে প্রবাস থেকে ফিরে বাড়িতে না এসে শশুড় বাড়ি ঝিনাইদহে অবস্থান করতেন। গতকাল মোবাইল ফোনে তার ছেলে হযরত জানায়, সে যদি মারা যায় সেক্ষেত্রে বিকাশে টাকা এবং মোবাইল ফোনের তথ্য যেন উদ্ধার করা হয়।
    নিহতের বাবা আরো জানান, হযরতের শ্যালক নয়ন ফোনে তার ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়েছিলো। তার ছেলেকে নয়ন ও নূর হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

    এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) আকিবুল ইসলাম মুঠোফোনে জানান, আমবাগান থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

    Spread the love