Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া অফিসঃ

    আজ ১৬ ডিসেম্বর, অবিস্মরণীয় বীরত্বগাথা ও গৌরবময় দিন। ৫২ পেরিয়ে ৫৩’তে পদার্পণ করা বাংলাদেশের মহান বিজয় দিবস আজ। বাতাসে ভাসমান মুক্তিকামী মানুষের লাশের গন্ধ আর রক্তস্রোত বেয়ে গণতন্ত্রের চেতনা পূর্ণতা পেয়েছিল এইদিনে। রুদ্ধশ্বাসে যুদ্ধ করে বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলার মুক্তিকামী মানুষ পাকিস্তানি শাসক গোষ্ঠীকে পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিনিয়ে নিয়েছিল বিজয়ের লাল-সবুজের পতাকা। অর্জিত হয়েছিল বাঙালির পূর্ণ বিজয়। সেই থেকে প্রতি বছর বাংলাদেশের মানুষ মহান বিজয় দিবস হিসাবে দিনটিকে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে উদযাপন করে।

    এপেক্স ক্লাব অব কুষ্টিয়া (ক্লাব-২৪,জেলা-০৬) প্রতি বছরের ন্যায় এবারও  যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে মহান বিজয় দিবস  উদযাপন করেছেন। এ উপলক্ষ্যে ক্লাবটির নেতাকর্মীরা বর্ণাঢ্য র‌্যালি ও কুষ্টিয়া জেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে যথাযোগ্য মর্যাদায় পুষ্প স্তবক অর্পণ করেন। এসময় তাঁরা  শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

    এসময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার আইপিপি ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এপেক্সিয়ান নুরুন্নবী বাবু, সিনিয়র এপেক্সিয়ান সাইদুর রহমান রুবেল, প্রেসিডেন্ট-২০২৩ এপেক্সিয়ান ফরহাদ হাসান সুমন, প্রেসিডেন্ট-২০২৪ এপেক্সিয়ান কামাল হোসেন,সেক্রেটারি এন্ড ডিএন এডিটর এপেক্সিয়ান শাহারিয়া ইমন রুবেল, ট্রেজারার এপেক্সিয়ান আব্দুস সালাম, পাবলিক রিলেশনশিপ এন্ড এ্যাটেনডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান খন্দকার সোহেল টানু, সার্জেন্ট এ্যাট আর্মস এপেক্সিয়ান নাজমুল হক ও অন্যান্য সম্মানিত এপেক্সিয়ানবৃন্দ।

    Spread the love