কুষ্টিয়া অফিসঃ
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) এর জাতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ২৯ ডিসেম্বর এফপিএবি’র ঢাকাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন সাবেক রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান এনডিসি। কমিটির গঠনতন্ত্র অনুযায়ী দুটি সম্পাদক পদের মধ্যে সম্পাদক-সম্পদ উন্নয়ন পদে নির্বাচিত হয়েছেন এফপিএবি কুষ্টিয়ার সভাপতি ডাঃ জেসমিন আখতার ও সম্পাদক-স্বেচ্ছাসেবী উন্নয়ন পদে নির্বাচিত হয়েছেন মোছা. শেলীনা বেগম।
কমিটির নির্বাচিত অনান্যরা হলেন, সহ-সভাপতি মো. হারুন-অর-রশিদ ও এ্যাডভোকেট তহসিনা আখতার দিপলী, কোষাধ্যক্ষ এম এম মুজিবুর রহমান, সদস্য মিসেস শারমিন আনাম, মো. আইয়ুব খান, ফারজানা আক্তার, যুব সদস্য আসমা তানজিলা তিসা ও জেনিফার ইয়াসমিন। আগামী ৩ বছর নির্বাচিত কমিটি তাদের দায়িত্ব পালন করবেন।
এদিকে জাতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ডাঃ জেসমিন আখতার সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় গতকাল সকালে এফপিএবি কুষ্টিয়া শাখার সকল আজীবন, সাধারণ ও যুব সদস্য এবং শাখার সকল কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।