নিজস্ব প্রতিবেদকঃ
জাকজমকপূর্ণ আয়োজনে কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক সাংগাঠনিক সম্পাদক, কুষ্টিয়া জজ কোর্টের স্পেশাল পিপি, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার প্রকাশক-সম্পাদক ও কুষ্টিয়া ‘ল’ কলেজের প্রভাষক এ্যাডভোকেট শামিম উল হাসান অপু’র দুই ছেলের জন্মদিন উদযাপন করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে কুষ্টিয়া শহরের অভিজাত ‘মেহেরজান ডাইনিং’ রেস্তরাঁয় জন্মদিনের এ উৎসব উদযাপিত হয়।
এ্যাডভোকেট অপুর বড় ছেলে অমি ২০২১ সালের ৩১ জানুয়ারি ও ছোট ছেলে সামি ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি পিতৃগৃহে জন্মগ্রহণ করেন। এটা মূলত তার ছোটপুত্র সামি’র জন্মদিন ছিলো।
ফাল্গুনী সন্ধ্যায় বসন্তের সমীরণ যখন অজস্র রঙিন পুষ্প শোভায় শোভিত, ঠিক তখনই শহরের অভিজাত রেস্তোরাঁয় সকল শ্রেণি পেশার মানুষ এ্যাড অপুর দুই ছেলে অমি ও সামি’র জন্মদিনের উৎসবে মেতে ওঠে। পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে কেক কাটা ও শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে পুত্রদ্বয়ের মঙ্গল কামনা করেন উপস্থিত অতিথিরা।
পুত্রদ্বয় যেন সৎপথে থেকে আল্লাহ’র বিধানমত জীবনযাপন এবং সকল প্রকার অন্যায় ও অপরাধের প্রতিবাদ করতে পারেন সেজন্য উপস্থিত সকলের কাছে দু’আ প্রার্থনা করেন এ্যাডভোকেট অপু। পরে অতিথি আপ্যায়নের মাধ্যমে জন্মদিনের জমকালো অনুষ্ঠানটি সমাপ্ত হয়।