নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া পৌরসভার ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু বেপরোয়া। এবার কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান খান আরিফের উপর হামলার।
এব্যাপারে আরিফুজ্জামান খান আরিফ কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
আরিফুজ্জামান খান আরিফ জানান, আমি আসন্ন পৌর নির্বাচনে আমি ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। এটা জানার পর থেকে বর্তমান কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু ওরফে মাছ বাবু আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। ২০২২ সালে ৯ নভেম্বর আমি কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করি যার নং-৬০৮।
মঙ্গলবার মীর রেজাউল ইসলাম বাবুর সমর্থক ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পারভীন হোসেন আমাকে কুষ্টিয়া পৌরসভায় ডেকে নিয়ে হুমকি স্বরুপ বলে এবারের নির্বাচনে বাবুর বিরুদ্ধে দাড়ানো যাবো না। আমি দাঁড়াবো আমি কাউকে ভয় পায়না। এই কথা পারভীন হোসেন বাবু কাউন্সিলরকে ফোন করে বলে আরিফ আমার কথা শুনছে না যা করার করেন। আমি এই কথা শুনে পৌরসভা থেকে বেড়িয়ে এসে দেখি কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবুর ভাই মীর জাকির ইসলাম, কামরান ইসলাম রবিন সহ ২০/২৫ জন আমার উপর হামলার করে। আমি মোটরসাইকেল যোগে দ্রুত সেখান থেকে চলে আসি। এসময় আমার গায়ে বেশকিছু আঘাত লাগে। আমি পরবর্তীতে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দিতে গেলে ওসি সাহেব আমাকে অভিযোগ দিতে বলেন।
মীর রেজাউল ইসলাম বাবুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এবিষয়ে কিছু জানিনা।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শেখ সোহেল রানার মুঠোফোনে কল দিলে তিনি ফোন কেটে দেন।
উল্লেখ্য, কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবুর বিরুদ্ধে, জমি দখল, সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায় সহ বেশকিছু অভিযোগ রয়েছে।