কুমারখালী প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন বর্জনের জন্য জনসাধারণকে আহ্বান জানিয়ে কুমারখালি থানা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি ) বিকেলে কুমারখালির নন্দলালপুর ইউনিয়নের হয়তাপাড়া এলাকায় অবৈধ নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।
কুমারখালী থানা বিএনপির আয়োজন উক্ত লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু।
এসময় এ্যাড. অপু এই অবৈধ সরকারের ডামি নির্বাচন বর্জন করে সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।
কুমারখালী থানা বিএনপির সদস্য সচিব এ্যাড. শাতিল মাহমুদ বলেন, এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত কেউ ঘরে ফিরবো না। এই পাতানো নির্বাচনে সকলকে ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমারখালী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবিত বিন তৈয়ব উৎপল, পৌর তাঁতিদলের সাংগঠনিক সম্পাদক আল রায়হান ফেরদৌস প্রমুখ।