Pathikrit Most Popular Online NewsPaper

    ছবি: পথিকৃৎ

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়া সদর থানা বিএনপির উদ্যোগে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে।

    রবিবার সকালে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন, যুগ্ম আহ্বায়ক আলফাজ উদ্দিন, কুষ্টিয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফুহাদ রেজা ফাহিম,কুষ্টিয়া জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, জেলা যুবদল নেতা জব্বার মিলন, জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত সহ-সমন্বয়ক শাহ-নেওয়াজ সুমন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল বাদশা, যুগ্ম আহ্বায়ক কাজী জুরাইস, তারিক খা, লিটন মেম্বার, আমিরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শামিম, জেলা স্বেচ্ছাসেবক দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ আশরাফুল আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের  যুগ্ম-আহ্বায়ক সাবু, কুষ্টিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের ১নং সদস্য আরিফ আল হাসান সঞ্জু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-শাহরিয়ার মামুন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল ইসলাম সজল, সদস্য সচিব কৌশিক আহমেদ, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, পৌর ১৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হামিদুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

    নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের মুক্তির দাবিতে শ্লোগান দেন। 

    উল্লেখ্য, গত বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচন বর্জনের একদফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী ২১, ২২, ২৩ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচি। ২৪ ডিসেম্বর রোববার সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেন।

    Spread the love