Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদক :

    ভেড়ামারায় নকল ব্যান্ডরোল যুক্ত করিম বিড়ি ১৪ বস্তা, নকল ব্যান্ডরোল আনুমানিক ৫ পেটি (২৫০০ সিট) ও ঘোষনা বহির্ভূত  প্রক্রিজাতকরন তামাক ৯২৬ বস্তা( ৪০ কেজি) জব্দ এবং করিম বিড়ির দুইটি গোডাউন সিলগালা করেছে ভেড়ামারা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল -২ কর্মকর্তারা। এছাড়া ঘোষনা বহির্ভূত বিড়ির লেবেল, পেটি, বিড়ির পেপার-৯৯ বস্তা জব্দ করা হয়।

    গত ১৮ জানুয়ারি বেলা সাড়ে এগারোটায় কাস্টম এক্সইজ ও ভ্যাট যশোর এর বিভাগীয় কমিশনারের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি বাজার সংলগ্ন করিম বিড়ি ফ্যাক্টরিতে ভেড়ামারা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২ কর্মকর্তারা এঅভিযান চালান।

    অভিযানে জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি সদস্য,স্থানীয় গ্রাম পুলিশের সহযোগিতায় এবং মালিক প্রতিনিধির সাক্ষরপূর্বক কুষ্টিয়া বিভাগীয় দপ্তরে নিয়ে আসা হয়।

    সূত্রে’জানায় বাহাদুরপুর ইউনিয়নে অবস্থিত করিম বিড়ির মালিক দীর্ঘদিন যাবত জাল ব্যান্ডরোলযুক্ত করিম বিড়ি উৎপাদন, সংরক্ষণ ও বিপণন করে আসছিল।

    সেই বিড়ি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন মার্কেটে বিক্রয় করে আসছিল। এতে সরকার মোটা অংকের রাজস্ব হারাচ্ছিল।

    ভেড়ামারা কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২,কাস্টমস্ সুপার বলেন “করিম বিড়ি” মত ভেড়ামারা উপজেলা সহ বিভিন্ন এলাকায় নকল জাল ব্যান্ডরোল সংযুক্ত অবৈধ যে সকল বিড়ি ফ্যাক্টরি ও সিগারেট ফ্যাক্টরির গোড়ে উঠেছে, সে সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং নকল জাল ব্যান্ডরোল কারবারি ও উৎপাদন, সংরক্ষণ এবং পরিবহন কাজে নিয়োজিত সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিনিয়ত কাস্টমসে্র অভিযান অব্যাহত থাকবে। অসাদু ব্যাবসিক, নকল জাল ব্যান্ডরোল কারবারি, জাল নকল ব্যান্ডরোল ব্যবহারকারী প্রতিষ্ঠান বা বিড়ি/সিগারেট পরিবহন কাজে নিয়োজিত আছে এমন ব্যক্তি প্রতিষ্ঠানের তথ্য দিয়ে ভেড়ামারা কাস্টমস কে সহযোগিতা করুন।

    অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেন।

    Spread the love