Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ 

    কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী খাদিমুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসায় প্রথম বার্ষিকী পরীক্ষার ফলাফল ঘোষণা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

    জিয়ারখী খাদেমুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বাদ জুম্মা ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়।

    পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাসী জাহিদুল ইসলাম।

    জাহিদুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “মানবিক উন্নয়ন এবং সামাজিক কল্যাণে ধর্মীয় শিক্ষা অপরিহার্য। মাদ্রাসার শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতির গর্ব হয়ে উঠুক, এটাই আমাদের প্রত্যাশা।”

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহতামিন এসএম মোজাম্মেল হক চৌধুরী। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারী মোহাম্মদ ওসমান গনি, ক্বারী ইমরান, হাফেজ মোঃ আব্দুর রহিম, হাফেজ মোঃ আল আমিন হোসেন ও হাফেজ মোহাম্মদ রাসেল।

    এসময় বক্তারা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। এই পুরস্কার শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের জন্য অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

    পুরস্কার বিতরণ শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। উপস্থিত সকলে মাদ্রাসার সার্বিক উন্নতি এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া করেন।

    এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

    Spread the love