নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া সদর উপজেলা পাটিকাবাড়ি ইউনিয়নের মাঝিলাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মাঝিলা নতুন বাজার এলাকায় উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি এ্যাড. শামিম উল হাসান অপু।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং জুলাই আগস্টে স্বৈরাশাসক শেখ হাসিনার বাহিনী কর্তৃক হামলায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা সাব্বির হোসেন কল্লোল, সাদ্দাম হোসেন জীবন, আব্দুল রহমান সজীব, ইউনিয়ন বিএনপি নেতা আলম হোসেন, তুহিন ইসলাম, জয়নাল আবেদীন, আনারুল ইসলাম, নাজিম উদ্দিন, জাকির হোসেন, লুৎফর রহমান, হাফিজুর রহমান, আব্দুর রহমান, ফয়সাল প্রমুখ।