নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ায় কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের চর বানিয়াপাড়া এলাকায় ক্লাব ঘরে তাস খেলা ও মাদক বিক্রয় করতে নিষেধ করায় আহাদ আলী নামের এক যুবকের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় জিডি।
শনিবার (৯ মার্চ ২০২৪) কুমারখালী থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন চর বানিয়াপাড়া গ্রামের নাদের আলীর ছেলে আহাদ আলী (২১)। জিডি নং: ৩৬৯।
জিডি সূত্রে জানা যায়, চর বানিয়াপাড়া মৃত চাঁদ আলী বিশ্বাস এর বাড়ীর সামনে ক্লাব ঘরে মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে আক্তার আলী (৩৫), আশরাফ বিশ্বাস (৪০), আজিজুল বিশ্বাসের ছেলে জিয়াউর রহমান বিশ্বাস (৪৫) ও রিজুল মোল্লার ছেলে লিটন মোল্লা (৩২) জুয়া খেলা ও মাদক ব্যবসা করে আসছিল। গত শুক্রবার (৮ মার্চ ২০২৪) রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় ক্লাব ঘরে মধ্যে জুয়া খেলা চলাকালীন আহাদ আলীসহ এলাকার লোকজন মিলে জুয়া খেলা বন্ধ করে দেয়। পরবর্তীতে এর জের ধরে আক্তার আলী, আশরাফ বিশ্বাস, জিয়াউর রহমান বিশ্বাস ও লিটন মোল্লা মিলে কুদু মালিথার চায়ের দোকানের সামনে থেকে আহাদ আলী এবং কুষ্টিয়া জেলা যুব লীগের সাধারণ সম্পাদক ও কয়া ইউয়িনের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করিলে বিবাদীদের হাতে থাকা দেশী অস্ত্র দিয়ে আহাদ আলীকে খুন করার হুমকী প্রদান করে। এবিষয়ে আহাদ আলী কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরী করে।
এলাকাবাসী জানায়, আক্তার আলী, আশরাফ বিশ্বাস, জিয়াউর রহমান বিশ্বাস ও লিটন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া খেলা চালিয়ে আসছে। এরমধ্যে জিয়াউর রহমান বিশ্বাস কয়া-হরিপুর সীমান্তে ভূতের মোড় নামক স্থানে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের দুই হত্যা মামলার আসামি। জেল থেকে বেরিয়ে জিয়াউর রহমান বিশ্বাস তার সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে এলাকায় অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।