কুষ্টিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক রহমান ঐক্যফ্রন্টের কুষ্টিয়া জেলা কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।
সোমবার (২৮ জুলাই) কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান মিঠু এবং সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে এমদাদুল হক মিলনকে আহ্বায়ক এবং মোঃ রেজাউল করিম রাজুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:সিনিয়র যুগ্ম আহ্বায়ক – মোঃ মুশফিকুর রহমান সজলযুগ্ম আহ্বায়ক – মোঃ দেলোয়ার হোসেন দুলাল, মোঃ চঞ্চল মাহমুদ, মোঃ জাফর হোসেন, মোঃ আলহাজ শেখ।
সদস্য – মোঃ সাগর শেখ, মোঃ শামীম হোসেন, আব্দুল গাফ্ফার, নাইম হোসেনবিজ্ঞপ্তিতে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।