নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের আয়োজনে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর মাঠে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু।
এসময় এ্যাড অপু বললেন, সিপাহ জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশে ভারতীয় ষড়যন্ত্র প্রতিরোধ করা হয়েছিল। যে প্রতিরোধের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সেদিন নেতৃত্ব না দিলে এদেশ পরাধীনতার নাগপাশে আবদ্ধ হয়ে থাকতো। তাই এদেশের জনগণ আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীরভাবে স্মরণ করে।
এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, কুষ্টিয়া জেলা বিএনপি নেতা জালাল উদ্দিন মোল্লা, জেলা কৃষকদলের সাবেক সাধারণ মোকাররম হোসেন মোকা, জেলা শ্রমিক দলের সভাপতি মোখলেছুর রহমান, জেলা জাসাসের সভাপতি এম রানা আহম্মেদ সঞ্জু, সাধারণ সম্পাদক রঞ্জু আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম দিপু, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরান জামান কামু, জাকির হোসেন জনি, সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শিপন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান লিংকন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইসতিয়াক আহমেদ সাবাব, সিনিয়র সহ-সভাপতি মাহফুজ্জামান তিতাস প্রমুখ।