Pathikrit Most Popular Online NewsPaper

    মিরপুর প্রতিনিধি:

    কুষ্টিয়ার মিরপুরে দুই দোকানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা ও পঁচা খাদ্য  দ্রব্যসামগ্রী সংরক্ষণ করার অপরাধে ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই দোকানীকে ১২ হাজার জরিমানা করা হয়।

    বুধবার (১৩ মার্চ) দুপরে কুষ্টিয়া মিরপুর বাজার ঈগল চত্বরে এই অভিযান চালানো হয়। 

    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের  কুষ্টিয়ার সহকারী পরিচালক সুচন্দন মন্ডল  মন্ডল অভিযানে নেতৃত্ব দেন।

    এসময় তিনি জানান, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে কয়েকদিন আগের পঁচা বাসি ও নোংরা খাবার সংরক্ষণ করার অপরাধে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায়, নজরুল হোটেলর মালিক নজরুল ইসলাম কে দুই হাজার টাকা ও সঠিক তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করা এবং ফ্রিজ বন্ধ রাখা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের দায়ে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯  এর ৪৩ ও ৫১ ধারায় সেবা ফার্মেসীর মালিক- মেজবাবুল হক খাঁন চৌধুরীকে ১০ হাজার টাকা সহ সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

    তিনি জানান, অভিযানের খবর পেয়ে কিছু ফার্মেসি মালিক দোকান বন্ধ করে পালিয়ে যান। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

    এ সময়ে স্যানেটারী  ইন্সপেক্টর সেলিনা আক্তার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

    Spread the love