নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল সহ তিন জনকে আটক করেছে।
শনিবার বিকেলে কুষ্টিয়া পৌরসভার ২০নং ওয়ার্ডের চেঁচুয়া চশ্চিমপাড়া সুমনের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করা হয় ডিবি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে চেঁচুয়া চশ্চিমপাড়া সুমনের চায়ের দোকানের সামনে মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল সহ তিন জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, চেঁচুয়া চশ্চিমপাড়া এলাকার আকবর খানের ছেলে সুমন খান (৪০), সদর উপজেলার দরবেশপুর এলাকার আবু বক্কর সিদ্দিকরের ছেলে রাকিবুল ইসলাম রনি (৩২) ও শহরের থানাপাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে শেখ কামরুজ্জামান (৫৩)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর সনজীব ঘোষ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মাহফুজুল হক চৌধুরী (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। কুষ্টিয়া পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান অব্যহত আছে।