Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়া মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ও আগ্নেয়াস্ত্র সহ এক জনকে আটক করেছে।

    মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে মিরপুর উপজেলার বহলবাড়িয়ার সাতবাড়িয়া মাঠ থেকে ১শ ৪৮ বোতল ফেন্সিডিল, একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ী আদিল হোসেন (৩২) কে আটক করে পুলিশ।আটককৃত আদিল হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্ব মহিষকুন্ডি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কুষ্টিয়ার মিরপুর এলাকায় চুরি ছিনতাই এর প্রবণতা বৃদ্ধি পাওয়াতে গত সোমবার দিবাগত রাত্রে থেকে মিরপুর থানা পুলিশ বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করে আসছিল। এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর তিনটার সময় মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেকের নেতৃত্বাধীন মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সাতবারিয়া মাঠে চেকপোস্ট বসায়। পরবর্তীতে বেলা চারটার সময় বহলবাড়িয়া থেকে নওপাড়াগামী সড়কের সাতবাড়িয়া মাঠ এলাকায় কুষ্টিয়া মুখি একটি ট্রাক তল্লাশি করে চালকের সিটের নিচে একটি বস্তার মধ্য থেকে ১শ ৪৮ বোতল ফেন্সিডিল ও চালকের স্টিয়ারিং এর ড্রয়ার থেকে পলিথিনে পেঁচানো একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে।মাদক ও অস্ত্র বহনের দায়ে গাড়ির চালক আদিল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা চেকপোস্ট বসিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেছি। এ ব্যাপারে মিরপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

    Spread the love