নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ায় বেসিক ব্যাংকের উদ্যোগে পিঠা উৎসব পালিত হয়েছে। মৌসুমী বাহারি রঙ্গের পিঠার ভিন্ন চিত্র ফুটে উঠে ব্যাংকের ভেতরে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহরের থানাপাড়া এলাকায় বেসিক ব্যাংকের উদ্যোগে মৌসুমী পিঠার উৎসবের আয়োজন করা হয়।
এসময় টেবিলে থরেথরে সাজানো ছিল পাটিসাপটা, কুলশি পিঠা, চিতই পিঠা, নকশি পিঠা, ধুপি পিঠা, তেলের পিঠা সহ অর্ধশতাধিক দেশীয় পিঠা।
পিঠা উৎসবে উপস্থিত ছিলেন, বেসিক ব্যাংক কুষ্টিয়া শাখার প্রধান মোঃ হাবিবুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক মাহামুদুল হক, শামিম এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী শামীম, জাকি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর হাফিজ, ফেডারেল ইন্সুরেন্সের ইভিপি আবুল কালাম আজাদ, গিনি অটো এর স্বত্বাধিকারী হারুন রশীদ চৌধুরী, ব্যাংকের সকল পর্যায়ের কর্মকর্তা, ব্যাংকের গ্রাহকগন, ও শুভানুধ্যায়ীবৃন্দ।
শাখা প্রধান হাবিবুর রহমান জানান, বাংলা ঐতিহ্যের সাথে মিশে আছে মৌসুমী পিঠা উৎসব। সম্মানিত গ্রাহকদের পিঠা প্রদর্শন ও আপ্যায়নের মাধ্যমে গ্রাম বাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দিতে আমাদের এই আয়োজন। পরবর্তী দিনগুলোতে আমাদের আয়োজন অব্যাহত থাকবে।