Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়ার আইলচারায় মরহুম বিমল চেয়ারম্যান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার দিবাগত রাতে ইউনিয়ন বিএনপির পৃষ্ঠপোষকতায় সদর উপজেলার আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে ৮টি দল নিয়ে মরহুম বিমল চেয়ারম্যান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম হাজী জহুরুল ইসলাম বিমল চেয়ারম্যানের ছেলে জাফরুল ইসলাম লিংকন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান মিলন মেম্বার।

    এসময় অতিথিরা বলেন, মরহুম জহুরুল ইসলাম বিমল চেয়ারম্যান ছিলেন আইলচারা ইউনিয়নের রূপকার। ১৯৮১ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর শাহ আজিজুর রহমানকে নিয়ে এসে আইলচারা পশুর হাট উদ্বোধন করেন। তৎকালীন সেই সময় আইলচারা ইউনিয়নে কোন রাস্তাঘাট ছিল না। তিনি চেয়ারম্যান থাকা কালীন সময়ে আইলচারা থেকে ঝাউদিয়া পর্যন্ত বরিশাল খাল খনন করে রাস্তা নির্মাণ করেন। তার এহেন কর্মকান্ডের কারণেই কুষ্টিয়া জেলা জুড়ে সকল মানুষের হৃদয়ের লেখা রয়েছে তার নাম। আজকের এই আয়োজন এই ইউনিয়নের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।

    সার্বিক সহযোগিতায় ছিলেন, আইলচারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তছদিকুর রহমান কাজল।

    খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে ক্রেস্ট প্রদান করা হয়।

    Spread the love