Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া অফিস॥

    কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এউপলক্ষ্যে সকাল ৯টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুস্পস্তবক অর্পণ করা হয় বঙ্গবন্ধুর ভাস্কর্যেও। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এহেতেশাম রেজার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

    এদিকে দিবসটি উপলক্ষ্যে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত প্রতিযোগিতা এবং সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থণার আয়োজন করা হয়।

    Spread the love