নিজস্ব প্রতিবেদকঃ
‘নতুন পানিতে সফর এবার’ স্লোগানে কুষ্টিয়ায় যুগান্তর পত্রিকার রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।
কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে বুধবার দুপুরে যুগান্তর পত্রিকার রজত জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়।
যুগান্তর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনের সভাপতিত্বে ও কুষ্টিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহীদি হাসান শিপলুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মুকুল কুমার মৈত্র।
এছাড়াও বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল রাজ্জাক বাচ্চু, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু ও সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান লাকি।
বক্তারা বলেন, যুগান্তর সবসময় সাহসীকতার সাথে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে। বিশেষকরে যুগান্তর পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন কুষ্টিয়া নানা অনিয়ম দুর্নীতির চিত্র সাহসীকতার সাথে জাতির সামনে তুলে ধরেন। এই পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন বক্তারা।
আলোচনা শেষে কেক কেটে রজত জয়ন্তী উদযাপন করা হয়।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

এরপর সাংবাদিকদের এসএসপি নামের একটি গ্রুপের সদস্য সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার শাহারিয়া ইমন রুবেল, দৈনিক কৃষি কন্ঠ পত্রিকার আবু মনি সাকলায়েন এলিন, দৈনিক শিকল পত্রিকর এস এম মাহফুজ উর রহমান, দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার নাব্বির আল নাফিজ, দৈনিক সুত্রপাতের শেখ নাজমুল ও জিটিভির কুষ্টিয়া প্রতিনিধি কাজী মাজহারুল ইসলাম সাইফুল আবু মনি জুবায়েদ রিপনকে ফুলেল শুভেচ্ছা জানান।