Pathikrit Most Popular Online NewsPaper

    সাজাপ্রাপ্ত হিমেলের ফাইল ছবি

    কুষ্টিয়া অফিসঃ

    কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার একটি মামলায় হিমেল বিশ্বাস নামের এক যুবককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত ৩০ এপ্রিল কুষ্টিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত এর বিচারক এই রায় প্রদান করেন।

    রাষ্ট্র পক্ষের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সৌমিত্রা বিশ্বাস জানান, কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের বাসিন্দা বিপ্লব কুমার সাহার নাবালক সন্তান বর্ণ কুমার সাহাকে মারধর ও হাড়ভাঙা জখমের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি হিমেল বিশ্বাসকে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির উপস্থিতিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মেঘা গুপ্তা এই রায় পড়ে শোনান। পরবর্তীতে আসামিকে কারাদণ্ড ভোগের জন্য জেলা কারাগারে পাঠানো হয়।

    সাজাপ্রাপ্ত আসামি হিমেল বিশ্বাস (৩১) একই এলাকার উত্তম বিশ্বাসের ছেলে।

    মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৪ অক্টোবর সকাল অনুমানিক সাড়ে ৯টার সময় বর্ণ কুমার সাহা (১১) হরিনারায়নপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বর্ণ হরিনারায়নপুর রাশ মন্দিরের সামনে পৌঁছালে আসামি হিমেল তার হাতে থাকা লোহার রড নিয়ে বর্ণ’র পথরোধ করে বারোয়ারী মন্দিরের ভিতরে রাখা গাড়ীর (প্রাইভেট কার) পিছনে নিয়ে লাইট ভাঙ্গার বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে। জিজ্ঞাসার একপর্যায়ে আসামি হিমেল লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে বর্ণ’র মাথায় আঘাত করে। সেসময় বর্ণ ডান হাত দিয়ে ঠেকালে ডান হাতের কেনুই উপর লেগে গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়। আঘাতে বর্ণ রাস্তায় পড়ে গেলে আসামি হিমেল তার হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে বর্ণ’র শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এঘটনার পরদিন বর্ণ’র বাবা বিপ্লব কুমার সাহা বাদী হয়ে হিমেল বিশ্বাসকে আসামি করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের তদন্ত শেষে আসামি হিমেলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়। যার নং- ০২, তারিখ- ০৫/১১/২০২১ ইং।

    Spread the love