Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া প্রতিনিধিঃ

    আমাদের কুষ্টিয়ায় আর্থিকভাবে স্বাবলম্বী অনেক মানুষ আছে। তারা সকলেই যদি একটু করে শীতবস্ত্র দেওয়ার উদ্যোগ নিতেন তাহলে কুষ্টিয়ার অসহায় ও হতদরিদ্র মানুষকে শীতে কষ্ট পেতে হতো না। টাকা নয়, মানবতাই সবথেকে বড় জিনিস।

    রোববার দুপুরে কুষ্টিয়া শহরের চর আমলাপাড়ায় শহীদ সবুজ স্পোর্টিং ক্লাব আয়োজিত এক শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

    প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক এই সাধারণ সম্পাদক আরো বলেন-আপনাদের হয়তো মনে আছে, আমি যখন এমপি হয়েছিলাম তখন এই এলাকার আওয়ামী লীগের লোকজন বলেছিলেন- “আমি এমপি হয়ে এখান থেকে আপানাদের তুলে দেব।” কিন্তু আমি বলেছিলাম উঠবেন না। তারপর থেকে আজ পর্যন্ত আপনাদেরকে কেউ তুলতে পারেনি। ইনশাআল্লাহ আপনাদের কেউ তুলতেও পারবে না। আমরা আপনাদের পাশে আছি।

    তিনি আরো বলেন, আল্লাহর দান দুটো। একটা গাছ আর আরেকটা পানি। পানি ছাড়া জীবন বাঁচেনা। কিন্তু ভারত অন্যায়ভাবে ফারাক্কা বাঁধ দিয়ে পানি আটকে রেখেছে। যার জন্য পদ্মা নদী মরে যাচ্ছে। গড়াই নদী কানা হয়ে গেছে। গরমের সময় গড়াই নদীর শুকনো বালি বাতাসের সাথে আপনাদের বাড়িঘরে ঢুকে যাচ্ছে। নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু, বয়স্ক সহ বিভিন্ন বয়সের মানুষ। এভাবে চলতে পারেনা। এই ফারাক্কার বিরুদ্ধে আমাদের মাওলানা ভাসানীর মতো আরেকটা আন্দোলন করতে হবে। আমরা যদি বেঁচে থাকি সেটাও হবে। আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা জানেন গাছ আমাদের অক্সিজেন দেয়। অক্সিজেন ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব নয়। সেই গাছ কাটতে কাটতে প্রায় শেষ। আপনাদের কাছে অনুরোধ অন্তত ১টি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। আপনার সন্তানের জন্য হলেও ১টি করে গাছ লাগাবেন। সবশেষ দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান তিনি।

    শহীদ সবুজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তারেক রহমানের উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে জেলা যুবদলের সাবেক সহ তথ্য ও গবেষণা সম্পাদক শরিফুল ইসলাম শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী রবিউর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শেষাংশে ৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিবৃন্দ। সবশেষ ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ সবুজের স্মৃতিতে দুটি ফলজ গাজ রোপণ করা হয়।

    Spread the love