Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়া আদালত চত্বরে সাংবাদিক মাহমুদুর রহমানের ওপর হামলার ছয় বছর পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে মাহমুদুর রহমান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী, কুষ্টিয়ার তৎকালীন পুলিশ সুপার মেহেদী হাসানসহ এজাহারনামীয় ৪৬ জন অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামী করা হয়।
    এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ২০১৮ সালের ২২ জুলাই আমার উপরে যে হামলার ঘটনা ঘটেছিল ওই ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছি। আশা করি ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের অওতায় আনবে সরকার।


    পরে কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে সাংবাদিক মাহমুদুর রহমানের সাথে মত বিনিময় করেন প্রেসক্লাব ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ের নেতৃবৃন্দরা। এসময় সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর। মতবিনিময় সভা পরিচালনা করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু।উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম জোবায়ের রিপন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমুখ।

    উল্লেখ্য, ২০১৮ সালের ২২ জুলাই মাহমুদুর রহমান কুষ্টিয়া আদালতে শেখ হাসিনা ও সায়েমা ওয়াজেদ পুতুলকে কুটুক্তি করা মামলায় জামিন নিয়ে আদালত ত্যাগ করার সময় ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে।

    Spread the love