
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার উপজেলা মোড়ে শ্যামলী এন আর পরিবহনের একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে কুষ্টিয়া কোর্টের নারী আইনজীবী অ্যাডভোকেট দবোরা খানম (সারিকা) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।
সারিকা কুষ্টিয়া শহরের রক্সিগলি এলাকার রিয়াজুল সালেহীনের স্ত্রী।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা মোড় এলাকায় একটি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠে গেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী এন আর পরিবহনের বাস সেটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন অ্যাডভোকেট সারিকা ও আরও দুইজন।

স্থানীয়রা দ্রুত আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যাডভোকেট সারিকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, দুর্ঘটনায় নারী আইনজীবীসহ তিনজন আহত হয়েছিলেন। এর মধ্যে অ্যাডভোকেট সারিকা মারা যান।
নারী আইনজীবীর মৃত্যুতে তার পরিবার, সহকর্মী এবং কুষ্টিয়ার আইনজীবী মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।