কুষ্টিয়া অফিসঃ
কুষ্টিয়া থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক ইন্টারন্যাশনাল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজের ওপর হামলা চালিয়ে মারধর করেছেন হাটশ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডল।
মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে সংবাদ সংগ্রহ করতে কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদহ মোড়ের আগে স’মিলে সামনে এই হামলার ঘটনা ঘটে। এঘটনায় মিলন মন্ডলসহ ৩ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ ও কুষ্টিয়া মডেল থানায় এজাহার জমা দিয়েছেন।
সাংবাদিক নাব্বির জানান, সহকর্মীদের কাছ থেকে সংবাদ পায় হাটশ হরিপুর ইউনিয়নে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থদের প্রচারণায় বাঁধা দেওয়া হচ্ছে। এই সংবাদ শুনার সাথে সাথে ঘটনাস্থলে যায়। সেখানে মানুষজনের জটলা ও কয়েকজনকে আটক অবস্থায় দেখতে পায়। এসময় আমি ঘটনা বুঝার চেষ্টা করি। পরে জানতে পারি আটককৃতরা স্বতন্ত্র প্রার্থী তনুর পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এসময় তাঁদের ভোটারদের মাঝে টাকা বিতরণ করা হচ্ছে অভিযোগ তুলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলন মন্ডল আটক করে পুলিশে খবর দিয়েছে। এ বিষয়ে আমি ঘটনাস্থলে স্থানীয়দের বক্তব্য ও ভিডিও ধারণ করছিলাম। স্থানীয়দের বক্তব্য নেয়া অবস্থায় মিলন মন্ডল আমার কাছ থেকে মোবাইল কেটে নেয়ার চেষ্টা করে এবং ধাক্কা দিয়ে ফেলে কিল ঘুষি মারতে থাকে। এসময় মিলন মন্ডলের ১৫ থেকে ২০ জন ক্যাডার আমার দিকে ছুটে আসে। পরে আমার সহকর্মীসহ স্থানীয় আরো কয়েকজন আমাকে উদ্ধার করে একটি মোটরসাইকেলে তুলে দিয়ে কুষ্টিয়া শহরে পৌছে দেয়।
আমি কুষ্টিয়া প্রেসক্লাবে এসে বিষয়টি জেলার সিনিয়র সাংবাদিকদের অবহিত করি। এঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এজাহার জমা দিয়েছি এবং নির্বাচন কমিশন বরাবর অভিযোগ দিয়েছি।
অভিযোগের বিষয়টি স্বীকার করে কুষ্টিয়া মডেল থানা অফিসার ইনচার্জ শেখ মোহম্মদ সোহেল রানা জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।