Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ায় কুমারখালীতে স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে প্রচারণার চালানোয় এক যুবককে পেটানোর অভিযোগ নৌকার সমর্থকদের বিরুদ্ধে।

    সোমবার সন্ধ্যায় কুমারখালী থানার সামনে এঘটনা ঘটে।

    আহত আজিজুর রহমান সুমন কুষ্টিয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চাপাইগাছি গ্রামের মৃত আকবর বিশ্বাসের ছেলে।

    আহত সুমন জানান, আমি কুষ্টিয়া-৪(কুমারখালী-খোকসা) আসনের সাবেক এমপি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের সমর্থক। আমি তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা করি এটা আমার অপরাধ। এই অপরাধে নৌকার সমর্থকেরা আমাকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে। তিনি বলেন, আমি আমার নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের নির্বাচনী ক্যাম্পের দিকে যাচ্ছিলাম। আমি যখন কুমারখালী থানার সামনে পৌঁছালাম তখন নৌকার সমর্থক কুমারখালীর চিহ্নিত সন্ত্রাসী সফির নেতৃত্বে বর্তমান এমপির অফিসের পিয়ন সোহেল, রফিক কাউন্সিলের ভাই শফি, ছরোয়ার, মেজর, শাহিনসহ বেশ কয়েকজন মিলে আমাকে বেধড়ক মারধর করেছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি মঙ্গলবার কুমারখালী থানায় মামলা দায়ের করেছি। মামলা নং-১০, তারিখ ৫ ডিসেম্বর ২০২৩ ইং। আমি আইনের সঠিক প্রয়োগ দেখতে চাই। সন্ত্রাসীরা আমাকে পিটিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর সমর্থকদের মধ্যে ভীতি সৃষ্টি করতে চায়। এরিপোর্ট লেখা পর্যন্ত সুমন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।

    এবিষয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ বলেন, কুমারখালীর চিহ্নিত সন্ত্রাসী সফির নেতৃত্বে সুমনের উপর হামলা করা হয়েছে। 

    এই হামলার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সরকারের অবাধ নিরপেক্ষ সুষ্ঠু  নির্বাচন করার চ্যালেঞ্জকে প্রশ্নবিদ্ধ করতে লিপ্ত হয়েছে এই সন্ত্রাসী গুন্ডা বাহিনী। জননেত্রী শেখ হাসিনা সরকারের অবাধ নিরপেক্ষ সুষ্ঠু  নির্বাচনের চ্যালেঞ্জ সফল করতে এই হামলার সুষ্ঠু বিচার হওয়া জরুরী। তিনি বলেন, কুমারখালী ও খোকসায় কিছু সন্ত্রাসী আছে তারে ভোটের পরিবেশ নষ্ট করছে। সুমনকে যারা মেরেছে এর প্রধান আসামি শফি এখন ধরা পড়েনি। এই শফি সহ কিছু সন্ত্রাসী আছে এদের না ধরলে নির্বাচনের পরিবেশ নষ্ট হবে।

    কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম বলেন, আজিজুর রহমান সুমন বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় এস.এম শাহিন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

    Spread the love