নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেল ৪টায় পৌরসভার বিজয় উল্লাস থেকে র্যালি বের হয়। পরে র্যালিটি শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে বড় বাজার রেলগেটে গিয়ে সমাপ্তি ঘোষণা করে।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল এর পরিচালনায় এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা যুবদলের সভাপতি আলামিন রানা কানাই, সাধারণ সম্পাদক চেয়ারম্যান কামাল উদ্দিন, জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাক্কি রাব্বি প্রমূখ।
এছাড়াও বক্তব্য রাখেন, বিভিন্ন ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদক (আহ্বায়ক/যুগ্ম আহ্বায়ক)।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের আজকের দিনে দলের এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।b