Pathikrit Most Popular Online NewsPaper

    কুষ্টিয়া অফিসঃ

    কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কুষ্টিয়া জিলা স্কুলের দরিদ্র ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে স্কুল ড্রেস বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ৩১ জানুয়ারী সকালে বিদ্যালয়ের নিজস্ব অডিটরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে “৬৬” ব্যাচের প্রাক্তন ৬ কৃতি ছাত্রের সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

    বিদ্যালয়ের প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এটিএম ইউনুস আলীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোল্লা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের “৬৬” ব্যাচের কৃতি শিক্ষার্থী ও আন্তর্জাতিক শিশু সংগঠক আশরাফ উদ্দিন নজু। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আমি গর্বিত, আমি কুষ্টিয়া জিলা স্কুলের ছাত্র। ১৯৬৬ সালে এই বিদ্যালয় থেকে আমি মেট্রিক পাশ করেছি। বিদ্যালয়ের জন্য কিছু করার স্বপ্ন অনেক দিনের। এরই ধারাবাহিকতায় ২০২০ সাল থেকে আমরা “৬৬” ব্যাচের শিক্ষার্থীরা নিজেদের অর্থায়নে বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছি। এ পর্যন্ত ২ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে আমরা সহযোগিতা করতে পেরেছি। এ কার্যক্রম চলমান থাকবে।

    উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আশরাফ উদ্দিন নজু আরো বলেন- তোমরা ইঞ্জিনিয়ার ডাক্তার যাই হও সেটা ব্যাপার না। সবার প্রথমে তোমাদের ভালো মানুষ হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করবে। আমাদের শিক্ষকরা অবশ্যই তোমাদের সেই নির্দেশনা দিয়ে থাকেন। তোমরা তাদের নির্দেশনা মেনে চলবে। তোমরা প্রতিষ্ঠিত হয়ে আমাদের মতো এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে এই কামনা করি।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন- বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক এনামুল কবির, সিনিয়র শিক্ষক মুন্সী কামরুজ্জামান ও বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

    Spread the love