Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ

    কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. শাতিল মাহমুদ কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২০২৬ এ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

    কুষ্টিয়া আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ গঠনের পর এবারই প্রথম বিএনপির কেউ সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন। এর পূর্বে দুই বার বিএনপি সমর্থিত আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন। তবে ২০২৫-২০২৬ এর পূর্বে কেউ সাধারণ সম্পাদক নির্বাচিত হননি।

    ৫ আগস্ট পটপরিবর্তনের পর এবার কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে বিএনপি সকল পদে নির্বাচিত হওয়ার সমুহ সম্ভাবনা সৃষ্টি হয়। এরপরেও এবার বিএনপি মনোনীত সভাপতি এ্যাড. গোলাম মোহাম্মদ ও সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মজিদের শোচনীয় পরাজয় হয়েছে। অধিকাংশ আইনজীবী মনে করেন আইনজীবীদের মতামতকে উপেক্ষা করে স্বজনপ্রীতির মাধ্যমে অগ্রহণযোগ্য ব্যাক্তিদের দিয়ে বিএনপির প্যানেল দেওয়ায় শোচনীয় পরাজয় হয়েছে দলটির। এতো অন্ধকারের মধ্যেও বিএনপি নেতা বিদ্রোহী প্রার্থী এ্যাড. শাতিল মাহমুদ সাধারণ সম্পাদক হিসেবে জয়লাভ করায় একটু হলেও আলোর মুখ দেখেছেন বিএনপির আইনজীবীরা। এ্যাড. শাতিল মাহমুদ ইতিপূর্বে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদে একবার জুনিয়র সদস্য, তিন বার দপ্তর, দুই বার গ্রন্থাগার সম্পাদক, তিন বার কোষাধক্ষ্য পদে নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর থেকে বিএনপিপন্থী আইনজীবীদের শোচনীয় পরাজয়ের কারণে আদালত পাড়ায় চুলচেড়া বিশ্লেষণ চলছে।

    Spread the love