Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিবেদকঃ 

    কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও অনশন করেছেন দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা। অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি তাদের।

    রবিবার বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও অনশন করেন তারা।

    সমাবেশ থেকে দাবি জানানো হয়, বিগত ১৫ বছর আওয়ামী দুঃশাসনে নির্যাতিত নিষ্পেষিত নেতাদের বাদ দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। যারা এই কমিটিতে পদ পেয়েছেন তাদের দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এ কারণে অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

    জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু বললেন, দীর্ঘদিন যারা দলের জন্য হামলা মামলা স্বীকার হয়েছে তাদেরকে বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে। এটা দলের জন্য চরম ক্ষতিকর। কুষ্টিয়া জেলা বিএনপি কে শক্তিশালী করতে নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিল করে ত্যাগী ও বঞ্চিতদের নিয়ে পুনরায় কমিটি গঠনের দাবি জানান তিনি।

    সমাবেশে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজল মজমাদার বলেন, ‘কুষ্টিয়া জেলা বিএনপি যে কমিটি ঘোষণা করা হয়েছে তা মানুষ প্রত্যাখ্যান করেছে। আমাদের দাবি এই কমিটি ভেঙে দিয়ে দ্রুত নতুন কমিটি ঘোষণা করা হোক।’

    এই নেতা বলেন, ‘এখানে যারা (আমরা) এসেছি বিগত আন্দোলনে সংগ্রামের সবার ফটো রয়েছে। কিন্তু যাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে আমি চ্যালেঞ্জ করলাম, তারা একটা ছবিও দেখাতে পারবে না।’

    এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি গোলাম কবির প্রমুখ।

    এর আগে গত ৬ জানুয়ারি কুষ্টিয়ায় স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন দলটির পদ বঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা।

    তিন দিনের ওই কর্মসূচি অনুযায়ী গত বুধবার কুষ্টিয়া শহরের ইসলামিয়া কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। আজ ১২ জানুয়ারি ঢাকায় বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল ও অনশন করা হয়েছে এবং আগামী ১৬ জানুয়ারি কুষ্টিয়ায় অনশন ও বিক্ষোভ সমাবেশ করবেন তারা।

    Spread the love