Pathikrit Most Popular Online NewsPaper

    নিজস্ব প্রতিনিধি:

    কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন–কেইউজে (রেজি. নং- খুলনা ২০৬৯)–এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ২টায় ইউনিয়নের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুর রাজ্জাক এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপু।সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,“গণমাধ্যম আজও প্রকৃত অর্থে স্বাধীন নয়। স্বৈরাচারের সহযোগীদের বিভিন্ন গণমাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশন বন্ধ রাখা থাকলেও ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা মামলার আসামিদের নির্বিঘ্নে জামিন দেওয়া হয়েছে। অনেক আসামি এখনও প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করা হচ্ছে না।”

    নেতৃবৃন্দ আরও বলেন, দেশে এখনও সাংবাদিক নির্যাতন বন্ধ হয়নি। কুষ্টিয়ার সাংবাদিক রুবেলসহ সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি আজও। সাংবাদিকদের ন্যায্য দাবি ওয়েজ বোর্ড বাস্তবায়নও হয়নি। এসব প্রতিকূলতার মধ্যেও সাংবাদিক সমাজ তাদের অধিকার ও স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।

    সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মজিবুল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জিহাদ, কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক এস এম মাহফুজুর রহমান, প্রচার সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল এবং নির্বাহী সদস্য খন্দকার তুহিন আহম্মেদ।সভায় ইউনিয়নের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করা হয়।

    Spread the love